আর্য অধিক্রম তত্ত্ব সম্পর্কে স্টাডি নোটস
রাহুল সাংকৃত্যায়ন পাঠচক্রের স্টাডি নোটস হরপ্পা সভ্যতা ছিল তাম্র-ব্রোঞ্জ যুগের অন্তর্গত। হরপ্পা পূর্ববর্তী মেহরগঢ় সভ্যতা ছিল নব্যপ্রস্তর বা নিওলিথিক যুগের শেষ পর্যায়ের অন্তর্গত। মেহরগঢ় সভ্যতা সম্পর্কে তথ্য খুবই সীমিত। মেহরগঢ় সভ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব এবং হরপ্পার লিপির পাঠোদ্ধার না হওয়ার ফলে হরপ্পা সভ্যতার সময়কালে রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা খুবই দুরূহ। সেই কারণে ভারতীয় উপমহাদেশে রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে বিশদ আলোচনা শুরু হয় বেদের যুগ থেকে। হরপ্পা সভ্যতার সময়ে red and blackware pottery, ১২০০-৬০০ খৃষ্ট পূর্বাব্দে painted grayware (pgw) pottery এবং ৭০০-২০০ খৃষ্ট পূর্বাব্দে northern blackware pottery দেখা যায়। হরপ্পার খনন কার্য থেকে যা তথ্য পাওয়া যায় তাতে ‘রাষ্ট্রের মতন কিছু একটা’-র ধারণা আসে কারণ বিভিন্ন খনন এলাকা থেকে প্রায় একই ধরণের বাটখারা বা মাপজোপের প্রক্রিয়ার তথ্য পাওয়া গেছে। সিন্ধু নদীর দুই পাশের পলির উপর বীজ ছড়িয়ে কৃষি কাজ এবং নদীর উপর বাঁধ তৈরি করতে পারদর্শী ছিল হরপ্পা সভ্যতা। এর ফলে হওয়া অতিরিক্ত উৎপাদন রপ্তানি করা হত। হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে মরটিমার হুইল...