Posts

Showing posts from October, 2025

The Significance of Marx শীর্ষক আলোচনা সভায় সাথী শংকরের বক্তব্য

মার্ক্সীয় আন্দোলনের বিপর্যয় হল একটি সাধারণ বিপর্যয়। সংসদীয় অসংসদীয় - সবাই এই বিপর্যয়ে পড়েছে। তাই সাধারণ সমস্যা বা ত্রুটিগুলি খুঁজে বের করা দরকার। বৈপ্লবিক কর্মকে চিন্তা নিয়ন্ত্রণ করে। চিন্তার উল্লম্ফন না হলে শুধু কর্ম নিজেই Transformative Politics-এ সফল হতে পারবে না। শুধু কর্ম দিয়েই কর্মের সমস্যা কাটানো যায় না। Academician-রা মার্ক্সের চর্চা করে। এই ঐতিহ্য আন্তর্জাতিক স্তরের। কিন্তু সেই চর্চায় দর্শনের স্থান হয়ে উঠেছে আলংকারিক। মার্ক্সবাদের তিনটে উৎস - দর্শন, রাজনীতি ও অর্থনীতি। দর্শন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কিন্তু মার্কসীয় রাজনীতিকে তার দর্শন নিয়ন্ত্রণ করে না। এর একটা কারণ হল, মার্কসবাদী তাত্ত্বিকরা মূলত ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে এবং তাদের অনেকেই বিজ্ঞানের ছাত্র। প্রকৃতি বিজ্ঞানের ক্লাসরুম ট্রেনিং-এর সমস্যা হল, মানব ইতিহাসের বর্তমান পর্যায়ে প্রকৃতি বিজ্ঞান ও দর্শনের মধ্যে ছেদ হয়ে গেছে। তাই এই তাত্ত্বিকরা দর্শনকে অলংকার হিসেবে ব্যবহার করেছে।  Ludwig Feuerbach and the End of Classical German Philosophy-তে এঙ্গেলস বলছেন, "Did God create the world or has the w...