The Left in Venezuela
আলোচনায় সন্দীপ চৌবে সুমিত ঘোষ (ডিলিজেন্ট): ভেনেজুয়েলায় বামপন্থীরা আর্থ-সামাজিক-সাংস্কৃতিক স্তরে কি অর্জন করতে পেড়েছে ? সন্দীপ : ভেনেজুয়েলা এমন একটা দেশ , যার বিগত ২৭ বছরে একটা অন্যরকম ইতিহাস তৈরি হয়েছে । সেই প্রক্রিয়াটা এখন ও চলছে। ভেনেজুয়েলার এই ইতিহাসের প্রাথমিক উৎস তার তৈল ভান্ডার। দ্বিতীয় উপাদান হল তার ভৌগোলিক অবস্থান অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ভৌগোলিক সান্নিধ্য। মার্কোস পেরেজের সময় থেকে ৯০-এর দশকের শুরুর দিক পর্যন্ত সেখানে একটি দীর্ঘ প্রতিক্রিয়াশীল পর্ব চলেছে। ৯০-এর দশকের মাঝামাঝি থেকে যখন চিলি বা আর্জেন্টিনার মত লাতিন আমেরিকান দেশগুলিতে নয়াউদারবাদী অর্থনীতি প্রণয়ন শুরু হল , তখন ওই একই অর্থনীতির ফলে ভেনেজুয়েলার সমাজে তৈরি হচ্ছিল তীব্র অসন্তোষ। সেই সময়ে ওখানে সরকারি মিতব্যয়ীতার বিরুদ্ধে শুরু হল বামপন্থীদের আন্দোলন। একদিকে লড়াই শুরু করল গেরিলা যোদ্ধারা আর অন্যদিকে উঠে এল হুগো শাভেজের মত অন্য ধারার বামপন্থী নেতারা। কারলোস পেরেজের সময়ে ইন্টারন্যাশনাল মনিটেরি ফান্ড-এর পলিসি মেনে নেওয়ায় তৈরি হওয়া জনঅসন্তোষ স্তিমিত করতে শুরু হল জনগণের কন্ঠরোধ। ...